সৌদি আরবের রিয়াদে মুজিবনগর দিবস পালিত

সৌদি আরবের রিয়াদের জেদ্দায় বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

মো.শফি উল্লাহ,সৌদি আরবের রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 April 2017, 04:18 AM
Updated : 18 April 2017, 07:55 AM

স্থানীয় সময় সোমবার বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন মিশন উপ প্রধান মো.নজরুল ইসলাম।

মুনিরুল ইসলামের সঞ্চালনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কাউন্সিলর (ইকোনমিক) মোহাম্মদ আবুল হাসান ও কাউন্সিলর (পলিটিক্যাল) ফরিদ আহমেদ।

এ সময় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এছাড়া উপস্থিত সকলে শহীদদের আত্মার মাগফেরাত ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে সন্ধ্যায় পালিত হয়েছে মুজিবনগর দিবস।

কাউন্সিলর আজিজুল রহমান সভাপতিত্ত্ব কর্মসূচির মধ্যে ছিলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পাঠানো বাণী পাঠ, কনসাল জেনারেলের বক্তব্য, মুজিবনগর সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের প্রামাণ্যচিত্র ও ‘মুক্তির গান’ প্রদর্শন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!