সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের বর্ষবরণ

সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে বাংলা নববর্ষ পালিত হয়েছে।

নুরুল ইসলাম, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2017, 05:46 AM
Updated : 16 April 2017, 05:46 AM

স্থানীয় সময় শুক্রবার হাই কমিশনারের বাসভবন 'বাংলাদেশ হাউজ'-এ নানা আয়োজনে নববর্ষ পালিত হয়।

নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ও শুভেচ্ছা বিনিময় করেন সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী তানজিনা বিনতে আলমগীর।

অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে লোকগীতি, দেশাত্মবোধক গান ও জাগরণী সঙ্গীত পরিবেশন করা হয়।

এছাড়া আগত অতিথিদের খিচুড়ি, ইলিশ মাছ, বিভিন্ন পদের মাংস, ভর্তা, ভাজি, রকমারী পিঠা, পায়েশ, মিষ্টান্ন, চটপটি, ফুচকা, মুড়ি-মুড়কি, খই, বাতাসা, দই, ঘোলের শরবত, জিলাপীসহ বিভিন্ন দেশিয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠান শেষে হাই কমিশনার অভ্যাগত অতিথিদের ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!