স্পেনে বাংলাদেশ দূতাবাসে বৈশাখ উদযাপন

স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

সাহাদুল সুহেদ, স্পেনের মাদ্রিদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 09:55 AM
Updated : 15 April 2017, 09:55 AM

স্থানীয় সময় শুক্রবার সকালে মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ উপলক্ষে প্রবাসীদের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহর  গাওয়া ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানের সাথে উপস্থিত সবাই কণ্ঠ মেলান।

দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার বলেন, “পহেলা বৈশাখ উদযাপন আমাদের অসম্প্রদায়িক মনোভাবকে জাগ্রত করে। এই দিনে আমরা নিজেদের মধ্যকার দ্বন্ধ, প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা ভুলে গিয়ে অবগাহন করি ভ্রাতৃত্বে, ভালোবাসায়, সৌহার্দ্যে।”

অনুষ্ঠানে দূতাবাস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- দূতাবাস মিনিস্টার ও চ্যান্সেরি প্রধান এম হারুন আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর নাভিদ শফিউল্লাহ ও প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ শরিফুল ইসলাম।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলা স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এ কে এম জহিরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ সভাপতি ফয়জুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন, প্রজন্ম ৭১ এর আহ্বায়ক রিজভী আলম, স্পেন বাংলা প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল আলম মাসুদ, সদস্য সাইফুল আমীন ও তারেক হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!