জেনেভায় প্রবাসীদের বর্ষবরণ

সুইজারল্যান্ডের জেনেভায় বসবাসরত বাংলাদেশিরা বাংলা নববর্ষ ১৪২৪ পালন করেছেন।

শ্যামল খান, জেনেভা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 April 2017, 09:24 AM
Updated : 15 April 2017, 11:11 AM

শুক্রবার জেনেভায় প্রবাসী বাংলাদেশি শ্যামল খানের চেমিন দ্যু গ্রাদে অবস্থিত বাড়ির প্রাঙ্গণে রঙ-বেরঙের দেশিয় পোশাকে উৎসবে মুখরিত হয়ে উঠেন বাঙালিরা।

অনুষ্ঠানে ছোট-বড় সবার জন্য ছিল দেশিয় বিভিন্ন খেলার প্রতিযোগিতা । বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেনেভায় বাংলাদেশ দূতাবাসের উপ রাষ্ট্রদূত নজরুল ইসলাম, ইকনোমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ডু ও আয়োজক শ্যামল খান।

দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক সন্ধ্যায় গান শোনান পুনম ইসলাম, গৌরী চরণ রিমি, রুমি বড়ুয়া, শাওন খান, তৌফিকুল ইসলাম, রহমান হাসান, সুপ্রিয় কুমার কুণ্ডু, শিশু শিল্পী তুলি ও আরিয়ান।

অনুষ্ঠানে আয়োজকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- শশি খান, সসীম বরুয়া, রফিক ইসলাম, আকবর আলী ও সমিরন বরুয়া।

বাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!