যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রদের নববর্ষের প্রস্তুতি

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ পালন করতে যাচ্ছে।

ইসফাক খান, মিসৌরি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 12:49 PM
Updated : 15 April 2017, 11:44 AM

রোববার দেশটির মিসৌরি অঙ্গরাজ্যের ক্যাপ গিরারদ্যু অঞ্চলে অবস্থিত সাউথইস্ট মিসৌরি স্টেট বিশ্ববিদ্যালয়ের বলরুমে বাংলাদেশি ছাত্রদের সংগঠন 'বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) এ উৎসবের আয়োজন করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি ইসফাক খান, সহ সভাপতি ইউকি শেখ, কোষাধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, সচিব নাঈমা পিউলি এবং  ইভেন্ট সমন্বয়ক আবির ঘোষ এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানান।

উৎসবে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির সভাপতি কার্লোস ভার্গাসসহ বিভিন্ন বিভাগ ও অনুষদের সদস্য ও ছাত্ররা অংশ নেবেন বলে জানান তারা।

উৎসবে যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মায়ানমার, জাপান, চীন, জার্মানি, ব্রাজিল, আফ্রিকা, সৌদি আরবের শিক্ষার্থীরা অংশ নেবেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!