বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির বনভোজন

নানা আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন করেছে আবুধাবির বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় কমিটি।

জাহাঙ্গীর কবীর বাপপি, আবুধাবি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 11:49 AM
Updated : 9 April 2017, 12:39 PM

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বানিয়াস আল নাদাহ গার্ডেনে বনভোজন হয়।

বনভোজনে মহিলাদের মিউজিক্যাল চেয়ার, পিলো পাসিং, শিশুদের মেমোরি টেস্ট, বিভিন্ন গ্রূপে ছবি আঁকা প্রতিযোগিতা, পুরুষদের একশ’ মিটার দৌড়, বালতিতে বল ছোড়ার প্রতিযোগিতা, র‍্যাফেল ড্র, লাকি ম্যান অব দ্য ইয়ার, ওম্যান অব দ্য ইয়ার নির্বাচন এবং নাচ-গানসহ নানা উৎসবে মেতে থাকেন সংগঠনের নেতা-কর্মী ও অতিথিরা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন তালুকদারের পরিচালনায় বনভোজনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রাষ্ট্রদূতের স্ত্রী জাকিয়া হাসানাত ইমরান, ওয়াহিদা ইফতেখার, দূতাবাসের মিনিস্টার ইকবাল হোসেন চৌধুরী, বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক আরব আমিরাতের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন, বিমানের আবুধাবি আঞ্চলিক ব্যবস্থাপক ইকবাল আহমদ চৌধুরী, আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ন আ ম বদরুদ্দীন, মুনীর চৌধুরী, বাংলাদেশ সমিতি, আল আইন ও মোসাফফাহ বঙ্গবন্ধু পরিষদ, আবুধাবি আওয়ামী যুবলীগ ও বাংলাদেশ মহিলা সমিতি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!