সৌদি আরবে বাংলাদেশি দুই শ্রমিকের মৃত্যু

সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই প্রবাসী বাংলাদেশি।

মো. শফি উল্লাহ, সৌদি আরবের রিয়াদ থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 11:41 AM
Updated : 9 April 2017, 11:41 AM

তারা হলেন- সোহেল মাতবর (২০) ও শাহজাহান  ( ৪৫)।

মৃত সোহেল পিরোজপুর জেলার মঠবাড়ীয়া জেলার চড়কগাছী গ্রামের প্রবাসী আলম মাতবরের দ্বিতীয় ছেলে।  

আর মৃত শাহজাহানের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়।   

সোহেলের বড় ভাই সোহাগ মাতবর বলেন, “চার মাস আগে আট লাখ টাকায় নতুন ভিসা কিনে সৌদি আরব এসেছিলেন সোহেল। এক কক্ষে নয়জন থাকতেন।

"শুক্রবার রাতে খাওয়া-দাওয়ার পর সবাই ঘুমাতে যান। সকালে উঠে তাকে ডাকাডাকি করার পর তার কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন অন্যরা। পুলিশের সঙ্গে আসা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সোহাগ জানান, সোহেলের লাশ বর্তমানে রিয়াদের সেমুসি হাসপতাল মর্গে রাখা হয়েছে। তার সুরতহাল রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার কথা উল্লেখ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাড়ে আট লাখ টাকায় বিদেশ এসে কাজ-কর্ম না পেয়ে ঋণ পরিশোধের চিন্তা-ভাবনার কারণেই সোহেল হৃদরোগে আক্রান্ত থাকতে পারেন বলে আশঙ্কা করছেন বড় ভাই সোহাগ।

অন্যদিকে মৃত শাহজাহানের প্রতিবেশিরা জানিয়েছেন, দীর্ঘদিন বিদেশে থেকে রোববার বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।  

শনিবার সকালে রুমের সবাই যার যার কাজে চলে যান। দেশে যাওয়ার জন্য চাকরি থেকে অব্যাহতি নিয়ে বাসায় ছিলেন তিনি। দুপুরের খাবার খাওয়ার প্রস্তুতির সময়নিজের খাটে বসেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহজাহান।

গত দুই মাস আগে তার স্ত্রী মারা যায়।