সৌদির বিভাগীয় শহরে দূতাবাসের কনসুলেট সেবা শুরু

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সৌদি আরবের বিভিন্ন বিভাগীয় শহরে কনসুলেট সেবা দেওয়া শুরু হয়েছে শুক্রবার থেকে।

মো. শফি উল্লাহ , সৌদি আরব থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 April 2017, 02:51 PM
Updated : 7 April 2017, 02:52 PM

সাধারণ ক্ষমার আওতায় থাকা অবৈধ বাংলাদেশিরাও এ সেবা নিতে পারবেন বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মনিরুল ইসলাম।  

সেবা দেওয়ার সময় এমআরপি পাসপোর্ট ইস্যু, বিতরণ, সংশোধন ও নবায়ন করা যাবে।

নিচের তারিখগুলোতে যোগাযোগ করে আউট-পাস গ্রহণ করা যাবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বুরাইদা- ৭ ও ৮ এপ্রিল এবং ২ ও ৩ জুন; তাবারজল আলজউপ- ১৪ ও ১৫ এপ্রিল,  আল হাইল- ২১ ও ২২ এপ্রিল এবং ২৩ ও ২৪ জুন, দামমাম আল হাসা- ২৮ ও ২৯ এপ্রিল এবং ১৯ও ২০মে, হাপার আল বাতেন- ৫ও ৬ মে এবং ১৬ ও ১৭ জুন,  জুবাইল- ১২ ও ১৩ মে,  আল গুরাইত- ৯ জুন, আর আর -১০ জুন,  আল হাসা ৩০ জুন ও ১ জুলাই।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ সেবা চলবে বলে দূতাবাসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!