সিডনিতে বৈশাখকে স্বাগত জানিয়ে অনুষ্ঠান

বৈশাখের আগমনকে স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 01:33 PM
Updated : 3 April 2017, 01:33 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে সিডনির ওয়ালি পার্কে এ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ ও চর্চার সংগঠন 'আমরা বাংলাদেশি'।

অনুষ্ঠানের শুরুতে কাইজ্যা-ব্যান্ড ও মাটির গান শোনান সাব্বির, রুহুল আমীন ও নামিদ ফারহান।

কিশলয় কচিকাঁচার শিশুদের দলীয় ও একক গানে ওয়ালি পার্ক যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়।

গান, কবিতা ও নাচ পরিবেশন করেন- সুজন, নিলাদ্রি, সুদীপ্ত ও রুমাইসা। মাসুদ খলিল কবিতা আবৃতি করেন। স্থানীয় ব্যান্ড ঐকতান, কৃষ্টি ও স্পর্শ শ্রোতাদের গান শোনায়।

আয়োজক কমিটির নেতারা জানান, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ ও চর্চার উদ্দেশ্যেই আমাদের এই প্রয়াস। বাংলা খাবার, সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টির সাথে প্রবাসে আমাদের নতুন প্রজন্মের পরিচয় ও বন্ধন অব্যাহত রাখতে আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় মূলধারার রাজনৈতিক নেতা, কমিউনিটি নেতা ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!