টরন্টোর বাংলাদেশ ফেস্টিভালে তারকাদের মেলা

কানাডা প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী 'বাংলাদেশ ফেস্টিভাল'।

শহীদুল মিন্টু, কানাডার টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2017, 11:35 AM
Updated : 3 April 2017, 11:36 AM

আগামী ১৩ ও ১৪ মে কানাডার টরন্টো প্যাভিলিয়নে এ উৎসব হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফেস্টিভালের আহ্বায়ক শহিদুল ইসলাম মিন্টু।

তিনি বলেন, "উৎসবের প্রথম দিন শনিবার সাবিনা ইয়াসমীন এবং রোববার সৈয়দ আব্দুল হাদী গান গাইবেন।"

বাংলাদেশি ও প্রবাসী বাংলাদেশিদের উৎসবে অংশ নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, "ফুরিয়ে যাবার আগে টিকেট সংগ্রহ করতে হবে, কেননা সবারই আগ্রহ রয়েছে এতে অংশ নেওয়ার।"

ফেস্টিভালের প্রধান আহ্বায়ক আব্দুল হালিম মিয়া বলেন, "বাংলাদশ ও কানাডার কৃষ্টি ও সংস্কৃতির মধ্যে একটা সেতু তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রতিবারের আয়োজনের হাজার মানুষের ঢল আমাদের সেই চেষ্টার ফসল।"

আয়োজকরা ইতোমধ্যে ৭১ সদস্যের একটি উৎসব প্রস্তুতি কমিটি গঠন করেছেন। পাশাপাশি ৫০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

মোশাররফ করিম, আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, আরফান আহমেদ, রোবেনা রেজা জুইঁ ও লুৎফর রহমান জর্জ উৎসবে অংশ নেবেন বলে জানা গেছে।

ফেস্টিভ্যালের উদ্বোধনী পর্বে বাঁশি বাজাবেন ওস্তাদ দীপঙ্কর গাঙ্গুলী। উপস্থিত থাকবেন মিস সাউথ এশিয়া কানাডা ২০১৬ বিজয়ী শর্মিনী রায়।

এই আয়োজন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য ৪১৬-২৬২-৯৬৪২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!