মাহমুদ হাসানের মৃত্যুতে মালয়েশিয়া প্রবাসীদের শোক

মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হাসানের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে মালয়েশিয়া প্রবাসী বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 April 2017, 12:50 PM
Updated : 29 April 2017, 04:38 AM

শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি ক্লিনিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদ হাসান (৬২) মারা যান।

তার মৃত্যুতে মালয়েশিয়া আওয়ামী লীগের এক শোকবার্তায় স্বাক্ষর করেন- মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা, যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীদ, সাবেক সভাপতি জামিল হোসাইন নাসির, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল হামিদ জাকারিয়া, কামাল চৌধুরী, মাহতাব খন্দকার, দাতো আমিন, হুমায়ূন কবির, শফিকুর রহমান চৌধুরী, আবদুল বাতেন, নুর মোহাম্মদ ভূঁইয়া, মিনহাজ উদ্দিন মিরান, মতিন সরকার, মাসুদ রানা ও মালয়েশিয়া শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা।

পৃথক এক বিবৃতিতে শোক প্রকাশ করেন- মালয়েশিয়া বাংলাদেশ কমিনিউটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, জেষ্ঠ্য সহ সভাপতি আহমাদুল কবির, সাধারণ সম্পাদক বশির আহমেদ ফারুক, সহ সভাপতি আমিনুল ইসলাম রতন, মোস্তাফা ইমরান রাজু ও কোষাধ্যক্ষ রফিক আহমদ খান।

শোক প্রকাশ করেন- কোতারায়া বাংলাদেশি ব্যবসায়ী সমিতির সভাপতি রাশেদ বাদল, সাংবাদিক গৌতম রায়, নিলাই শাখা আওয়ামী লীগ নেতা-কর্মী, মালয়েশিয়া যুবলীগের যুগ্ন আহ্বায়ক মুনসুর আল বাশার হোসেল, মালয়েশিয়া শ্রমিকলীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাইফুল সিপলু,  চট্টগ্রাম সমিতি মালয়েশিয়ার পক্ষে রফিক আহমদ খান, মিনহাজ উদ্দিন মিরান,  মাসুদ করিম, সৈয়দ মিনহাজুর রহমান, নাছির উদ্দিন খান, কাজী আলমগীর, মোহাম্মদ আলমগীর চৌধুরী ও ফজলে নুর বাপ্পি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!