অস্ট্রেলিয়ার ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে স্বাধীনতা দিবস 

অস্ট্রেলিয়ার ‘ক্যাম্বেলটাউন বাংলা স্কুল’-এর উদ্যোগে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 March 2017, 08:27 AM
Updated : 30 March 2017, 08:27 AM

স্থানীয় সময় রোববার সিডনি শহরে স্কুলটির শ্রেণিকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসটি পালন করা হয়।

আয়োজনের প্রথম পর্বে ২৫ মার্চের কালোরাত সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন স্কুলের শিক্ষক নাসরিন মোফাজ্জল। মুক্তিযুদ্ধে নিজের অভিজ্ঞতার কথা শোনান মিলি ইসলাম।

২৬ মার্চে স্বাধীনতার ঘোষণা আর মুক্তিযুদ্ধ শুরুর প্রেক্ষাপট সহজ ভাষায় শিশুদের বুঝিয়ে বলেন রুমানা সিদ্দিকী। এ পর্বটি সমন্বয় করেন স্কুলের অধ্যক্ষ মিসেস রোকেয়া আহমেদ।

দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। এতে বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা দেশাত্মবোধ গান ও আবৃত্তি পরিবেশন করে। এ পর্বটি পরিচালনা করেন সঙ্গীত শিল্পী ও ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের নির্বাহী কমিটির সদস্য মাসুদ হোসেন মিথুন। তবলায় সাহায্য করেন বিজয় সাহা।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর হালকা খাবার এবং পানীয় পরিবেশনের মাধ্যমে দিবসটির কার্যক্রম শেষ হয়।