নিউ ইয়র্ক পার্লামেন্টে ‘বাংলাদেশ ডে’ পালিত

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ষষ্ঠবারের মত বিশেষ অধিবেশন বসেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 12:36 PM
Updated : 29 March 2017, 12:36 PM

মঙ্গলবার নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে অনুষ্ঠিত এই অধিবেশনে মার্চ মাসকে ‘বাংলাদেশি হেরিটেজ মান্থ’ ও ২৬ মার্চকে ‘বাংলাদেশ ডে’ হিসেবে ঘোষণা দেওয়া হয়।

বাঙালিদের বন্ধু হিসেবে পরিচিত স্টেট সিনেটর রুবিন দিয়াজ ও স্টেট অ্যাসেম্বলিম্যান লুইস সেপুলভেদার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানে অঙ্গরাজ্যের চার সিনেটর বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অঙ্গরাজ্য পার্লামেন্টের পক্ষ থেকে ছয় বাংলাদেশিকে ‘প্রক্লেইমেশন’ বা সম্মাননা দেওয়া হয়। সমাজকর্মে অবদানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাঙালি সংস্কৃতি বিকাশে সক্রিয় থাকায় কমিউনিটি নেতা মোহাম্মদ এন মজুমদার এবং সমাজকর্মে  ‘পিপল অ্যান্ড টেক ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী প্রকৌশলী আবু হানিফ এ ‘প্রক্লেইমেশন’ পান।

‘প্রক্লেইমেশন’ পাওয়া অপর চার বাংলাদেশি হচ্ছেন- মোবাশ্বর হাশমী, সালেহউদ্দিন, মাহবুব আলম ও এম এ খালেক।

এছাড়া বাংলা ভাষা ও সংস্কৃতির আদলে প্রবাসে বিভিন্নভাবে সক্রিয় থাকা ১৩টি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই আয়োজনের জন্য অঙ্গরাজ্য পার্লামেন্টের সদস্যদের ধন্যবাদ জানান।