সন্ত্রাসীরা ইসলামের প্রতিনিধি নয়: টিউলিপ

সন্ত্রাসীরা ইসলামের প্রতিনিধি নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের হ্যাম্পস্টেড ও কিলবার্ন আসনের এমপি ও বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক।

জুবায়ের আহমদ, লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2017, 11:41 AM
Updated : 28 March 2017, 11:41 AM

স্থানীয় সময় সোমবার লন্ডনে হাউজ অব কমন্সের দি টেরেস প্যাভিলিয়নে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার ৪৬তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ বলেন, “সন্ত্রাসীরা কখনো মুসলিম নয়, তারা ইসলামের প্রতিনিধিত্ব করতে পারে না। তাদের পরিচয় কেবলই সন্ত্রাসী।”

অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় লেবার দলীয় এমপি জিম ফিটসজপেট্রিক সূচনা বক্তব্য দেন।

আরও বক্তব্য দেন- লেবার দলের ছায়া পররাষ্ট্রমন্ত্রী এমিলি থর্নব্যারি, ব্রিটিশ সংসদের বাংলাদেশ বিষয়ক অল পার্টি অ্যালায়েন্সের চেয়ার এন মেইন এমপি, বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের এমপি রুশনারা আলী, বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাওনাইন ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।

ব্রিটেনের সরকারি দল কনজারভেটিভ, বিরোধী দল লেবার পার্টি, লিবারেল ডেমোক্র্যাটস ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টির এমপিসহ ৫৩ জন ব্রিটিশ এমপি এ অনুষ্ঠানে যোগ দেন।

ব্রিটিশ এমপিদের মধ্যে উপস্থিত ছিলেন- এল্যান মেইল, জনাথন অ্যাশওয়ার্থ, টম ব্লেইক, পল স্কালি, স্টিফেন টিমস, লিজ কেন্ডাল, কারেন বাক, এঞ্জেলা রায়নার, লূইসি এলমান, স্টিফেন টুইগ, জিম দাউদ, মার্ক হেনরিক, গিবেন বারওয়েল, জেস পিলিপস, জেসিকা মর্ডান, জনাথন ডিজেজানল, নিক ডাকিন, ক্রিস ম্যাথসন, ফিলিপ ডেভিস, ডেইভ এন্ডারসন, জিম কানিংহাম, নাজ শাহ, চি ওনওয়ারা, টমি শেফার্ড, ওয়েস স্ট্রেটিং, কেলভিন হপকিন্স, মাইক গেইভস, কেভিন জন্স ও এমা লুয়েল বাক।

অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা’ নিয়ে দুটি প্রমাণ্যচিত্র দেখানো হয়। এছাড়া ছিল দেশাত্ববোধক গানের সাথে নৃত্য পরিবেশনা।