মালয়েশিয়ায় স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 01:09 PM
Updated : 27 March 2017, 01:35 PM

রোববার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরে সায়েদ বিস্ট্রু রেস্তোরাঁর বলরুমে এক আলোচনা সভা থেকে এই সম্মাননা স্মারক দেওয়া হয়।

শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজা।

তিনি বলেন, “স্বাধীনতা ও বঙ্গবন্ধু বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। বঙ্গবন্ধু বাঙালিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে জয় ছিনিয়ে আনেন।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- মালয়েশিয়া ক্রাইম প্রিভেনশন ফাউন্ডেশনের সমন্বয়ক দাতু ফুয়াদ বিন হাসান, মুক্তিযুদ্ধা জামাল উদ্দিন আহমেদ, মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, সাবেক সহ সভাপতি আবদুল হামিদ জাকারিয়া, যুবলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক এ কামাল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা দাতু আমিন, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, সাংবাদিক গৌতম রায়, আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন কবির, নুর মোহাম্মদ ভুইয়া, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল বাতেন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক সোহেল বিন রানা, ক্লাং শাখা আওয়ামী লীগের উপদেষ্টা শ্রী অধীর সেন, পিজে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন, হাংতুয়া আওয়ামী লীগ সহ সভাপতি জাহাঙ্গীর আলম ইমন, চেরাস উত্তর আওয়ামী লীগ সভাপতি মোল্লা মো. স্বপন, সহ সভাপতি সাফায়াত হোসেন, রাত্তাং শাখা আওয়ামী লীগের সমন্বয়ক আমিরুল ইসলাম, বাতু কেভ শাখা আওয়ামী লীগের সমন্বয়ক রাহাদুজ্জামান, আওয়ামী লীগ নেতা সামসুল ইসলাম,  মালয়েশিয়া ছাত্রলীগ নেতা রাজন হাসান, অর্নিবান ও নজরুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন- আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, লিটন দেওয়ান, শওকত আলী তিনু, প্রদীপ কুমার বিশ্বাস, হুমায়ূন কবির আমির বাকী মিয়া, ক্লাং  শাখার সভাপতি মো. সোহাগ, পিজে শাখা আওয়ামী লীগ সভাপতি আবুল হাশেম, বাংসার শাখা আওয়ামী লীগের সমন্বয়ক কিরন, মালেয়শিয়া যুবলীগ সদস্য সাইফুল আলম চৌধুরী, ছাত্রলীগ নেতা এস এম সুমন, নজরুল ইসলাম, মঞ্জুরুল, তাহির ও ফরিদুল ইসলাম।