ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস।

দেবেশ বড়ুয়া, প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 12:47 PM
Updated : 27 March 2017, 01:00 PM

স্থানীয় সময় রোববার দিবসটি উপলক্ষে দূতাবাস চত্বরে কমিউনিটি নেতা ও দূতাবাস কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম।

স্বাধীনতা দিবসের আলোচনা সভায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি মূকাভিনেতা পার্থ প্রতিম মজুমদার ও মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ সেলিম।

স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতা, রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!