আবুধাবির বাংলাদেশ দূতাবাসে স্বাধীনতা দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস।

জাহাঙ্গীর কবীর বাপপি, আবুধাবি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 12:41 PM
Updated : 27 March 2017, 12:41 PM

স্থানীয় সময় রোববার রাতে আবুধাবির ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মদ মীর আবদুল্লাহ আল রায়েসি।

সভাপতির বক্তব্যে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান বলেন, “ইউএই'র সাথে বাংলাদেশের বিরাজমান সুসম্পর্কের ভিত দ্বিপাক্ষিক সহযোগিতা, আস্থা, সমঝোতা ও অংশীদারিত্ব। দুটি ভ্রাতৃপ্রতিম দেশের সহযোগিতার ক্ষেত্র আরো সম্প্রসারণে আমরা আগ্রহী।”

সভায় আরও উপস্থিত ছিলেন- আমিরাত রাষ্ট্রপতির ধর্ম উপদেষ্টা সাইয়েদ আলী আল হাশেমি, দুবাই কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই’র সভাপতি মোয়াজ্জেম হোসেন ও ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও তাদের স্ত্রীরা।