নিউ ইয়র্কে ‘স্বাধীনতা শোভাযাত্রা’ অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজাকার ও জঙ্গিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার স্লোগানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘স্বাধীনতা শোভাযাত্রা’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2017, 04:16 AM
Updated : 27 March 2017, 04:36 AM

স্থানীয় সময় রোববার দুপুরে নিউ ইয়র্কের জ্যাকসন হ্ইাটসের রাস্তায় প্রবাসী বাংলাদেশিদের এ শোভাযাত্রায় নেতৃত্ব দেন মুক্তিযুদ্ধে আমেরিকান বন্ধু লেয়ার লেভিন। সাথে ছিলেন প্রবাসের মুক্তিযোদ্ধারা।

বেলুন উড়িয়ে এ শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন নিউ ইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট লেটিসা জেমস। অনুষ্ঠানে নিউ ইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল শামীম আহসান উপস্থিত ছিলেন।

এর আগে ডাইভার্সিটি প্লাজায় মুক্তমঞ্চে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধারা অভিবাদন জ্ঞাপন করেন। এ কর্মসূচির নেতৃত্ব দেন ‘সেক্টর কমান্ডার্স ফোরাম’-এর নবগঠিত যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক রাশেদ আহমেদ। এ সময় শিশু-কিশোররা চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রবাসের ৪৬ জন কবির আবৃত্তি ও কবিতা পাঠের পর উপস্থিত ২০ মুক্তিযোদ্ধাকে লাল-সবুজের উত্তরীয় পরিয়ে বিশেষ সম্মান জানানো হয়। এ পর্বের উপস্থাপনা করেন মুক্তধারা ফাউন্ডেশনের দিনব্যাপি এ কর্মসূচির আহ্বায়ক মুক্তিযোদ্ধা তাজুল ইমাম।

সম্মানপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মধ্যে ছিলেন মমতাজ হাসান বীরপ্রতিক
,
ক্যাপ্টেন (অব) সাঈদ বীরপ্রতিক
,
নূরন্নবী
,
মাহবুবুর রহমান
,
লাবলু আনসার
,
আবুল কাশেম সরকার
,
নূরল ইসলাম ও
আয়ুব আলী খান।

এরপর মূলমঞ্চে মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা পালন করায় আমেরিকান নাগরিক লেয়ার লেভিনকে বিশেষভাবে সম্মান জানানো হয়। এ পর্বের সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক হাসান ফেরদৌস।

স্বাধীনতা দিবসে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা নূরল ইসলাম ও আবুল কাশেম। এ পর্বের সমন্বয় করেন রানু ফেরদৌস ও লেখক নাসরীন চৌধুরী।

এছাড়া সঙ্গীত পরিবেশন করে ‘সুর ও ছন্দ শিল্পীগোষ্ঠী’ ও ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’-এর শিল্পীরা।