জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটে স্বাধীনতা দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতার ৪৬তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন জেদ্দাপ্রবাসী বাংলাদেশিরা।

মোবারক হোসেন ভুইয়া, জেদ্দা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 03:58 PM
Updated : 26 March 2017, 03:58 PM

স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের সূচনা করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন কাউন্সেলর আজিজুর রহমান, শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম, কাউন্সেলর আলতাফ হোসেন, শ্রম সচিব (দ্বিতীয়) কে এম সালাহ উদ্দিন, হজ্জ কাউন্সেলর মাকসুদুর রহমান, সোনালী ব্যাংকের প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, পিঅ্যান্ডভি প্রথম সচিব কামরুজ্জামানসহ  বাংলাদেশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরে কনস্যুলেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা। সভা সঞ্চালনা করেন আজিজুর রহমান।

সভার শুরুতে কোরআন থেকে তিলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কনস্যুলেট কর্মকর্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করায় কনস্যুলেট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা এবং উপস্থিত প্রবাসীদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন।

দেশের সুখ-সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়।

পরে কনস্যুলেট প্রাঙ্গণে স্থাপিত জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকায় ফুল দেওয়া হয়।

প্রথমে কনসাল জেনারেলের নেতৃত্বে কনস্যুলেটের পক্ষ থেকে ফুল দেন। এরপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা একে একে সুশৃঙ্খলভাবে ফুল দেন।