পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে  ‘স্বাধীনতা দিবস’ পালিত

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘স্বাধীনতা দিবস’ পালন করেছেন পর্তুগালে বসবাসরত বাংলাদেশিরা।

নাঈম হাসান পাভেল,পর্তুগালের সিনত্রা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 01:50 PM
Updated : 26 March 2017, 01:50 PM

স্থানীয় সময় রোববার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাস প্রাঙ্গণে স্বাধীনতা দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দূতাবাসের দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান হাসান আব্দুল্লাহ তৌহিদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, “স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বর্তমানে দেশের বড় চ্যালেঞ্জ জঙ্গিবাদ মোকাবেলায় সবাইকে যার যার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম,সাধারণ সম্পাদক শওকত ওসমান,পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফোরামের সভাপতি রানা তসলিম উদ্দিন,পর্তুগাল আওয়ামী লীগের সহ সভাপতি মিয়া ফরহাদ,দেলোয়ার হোসেন ও পর্তু নর্থ বাংলাদেশ কমিউনিটির সাধারণ সম্পাদক কাজল আহমেদ।