তাসখন্দে স্বাধীনতা দিবস পালন

উৎসাহ, উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের সাথে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে স্বাধীনতা দিবসের ৪৬তম বার্ষিকীর অনুষ্ঠান করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। 

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 01:49 PM
Updated : 26 March 2017, 01:49 PM

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টায় তাসখন্দের চ্যান্সেরি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন বলে দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় দূতাবাসে র্কমর্কতা- র্কমচারি ও উজবেকিস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন ।

এরপর দূতাবাসে আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই একাত্তরের গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র দেখানো হয়।

অনুষ্ঠানে শুরুতে জাতিরজনক শেখ মুজিবুর রহমান এবং '৭১-এর মুক্তি যুদ্ধের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।

এরপর এই মহান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে রাষ্ট্রদূত ও কাউন্সিলর ।

এসময় আলোচনায় অংশ নেন রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, এনডিসি গোলাম নবী ও সিরাজুল ইসলাম ।

সভায় রাষ্ট্রদূতসহ সকলেই মুক্তিযুদ্ধের আর্দশে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধুর নির্দেশিত সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২০২১ ও ভিশন ২০৪১ র্অজনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান ।      

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস পরিচালিত কৃষ্টি ক্লাবের সঙ্গীত পরিবেশন করে। পরে সবাইকে বাঙ্গালি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।