গণহত্যা দিবসের স্বীকৃতির দাবিতে ডেনমার্কে মোমবাতি প্রজ্বলন

২৫শে মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ এর আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন ও সমাবেশ করেছেন ডেনমার্ক প্রবাসী বাংলাদেশিরা। 

নাইম হাসান পাভেল, পর্তুগালের সিনত্রা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 10:48 AM
Updated : 26 March 2017, 10:48 AM

স্থানীয় সময় শনিবার কোপেনহেগেনে দেশটির সংসদ ভবন ফোকেটিং এর সামনে এই কর্মসূচি থেকে ড্যানিশ পার্লামেন্টের সচিব বরাবর একটি স্মারকলিপি দিয়েছে আয়োজক প্রতিনিধি দল।

সমাবেশে উপস্থিত ছিলেন- ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, জাহাঙ্গীর আলম, ডেনমার্ক যুবলীগ সভাপতি জামিল আখতার কামরুল, সাধারণ সম্পাদক আমির জীবন, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব মোতালেব হোসেন ভূঁইয়া, ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম, ডেনমার্ক আওয়ামী লীগের হিল্লোল বড়ুয়া, মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, শোয়েব আহমেদ, রিয়াদ হোসেন, ফয়সাল হোসেন, জামশেদ রহমান, ইমরান হোসেন, সুবীর, শাওন, কোহিনূর, মুকুল, সাগর, তানভীর শুভ, সুকান্ত দে, আসিফ মুস্তারিন ও সুমন বিশ্বাস।