অস্ট্রিয়ায় ‘জাতীয় গণহত্যা দিবস’ পালিত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি অস্ট্রিয়া শাখার উদ্যোগে ‘জাতীয় গণহত্যা দিবস’ পালন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

এম নজরুল ইসলাম, অস্ট্রিয়ার ভিয়েনা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2017, 10:45 AM
Updated : 26 March 2017, 10:45 AM

স্থানীয় সময় শনিবার রাতে দেশটির রাজধানী ভিয়েনার বাংকলেকারগাসে দিবসটি উপলক্ষে প্রদীপ প্রজ্বলন ও আলোচনা সভার অয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শামছুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও প্রবাসী সাংবাদিক এম নজরুল ইসলাম।

তিনি বলেন, “১৯৭১ সালের ২৫ মার্চ পৃথিবীতে নিষ্ঠুরতার স্মৃতি হিসেবে চিহ্নিত। কাজেই ২৫ মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া সঙ্গত। আমরা বিশ্ববাসীর কাছে এই স্বীকৃতি চাই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ কামাল, জালালাবাদ-অস্ট্রিয়া সমিতির সভাপতি গাজী মোহাম্মদ, মুক্তিযোদ্ধা সিরাজ চৌধুরী, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু ও সদস্য সচিব সাইদ শেখ।