সিডনিতে সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশিরা

অস্ট্রেলিয়ায় বহুসংস্কৃতির কমিউনিটির মধ্যে ঐক্য তৈরির কৃতিত্বে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতাদের সম্মাননা দিয়েছে দেশটির স্থানীয় সরকার।

নাইম আবদুল্লাহ, সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2017, 09:25 AM
Updated : 25 March 2017, 10:03 AM

শনিবার সিডনির পাঞ্চবল কমিউনিটি সেন্টারে বাংলাদেশিদের হাতে ‘ওয়াক ফর রেসপেক্ট অ্যাম্বাসেডর’ সম্মাননা তুলে দেন দেশটির ফেডারেল এমপি এবং নাগরিকত্ব ও বহুসংস্কৃতি বিষয়ক শ্যাডো মিনিস্টার টনি বার্ক।

সম্মাননাপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন- অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস ও মিডিয়া কাউন্সিলের সহ সভাপতি আবদুল্লাহ ইউসুফ শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ নাজমুল হুদা, রাজনীতিবিদ আনিসুর রহমান রিতু, মোহাম্মদ আলী শিকদার ও হাবিবুর রহমান জকি প্রমুখ। 

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি সিডনির ল্যাকম্ব্যার লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন সেন্টারে এই সম্মাননা পান মুক্তমঞ্চের সম্পাদক আল নোমান শামিম, নবধারা নিউজডটনেটের সম্পাদক আবুল কালাম আজাদ খোকন, কমিউনিটি ব্যক্তিত্ব গাউসুল আলম শাহাজাদা, মো. জামিল হোসেন জিকু, আবুল বাসার খান, রিয়াজ ও রাশেদুল ইসলাম আবিদা আসওয়াদ প্রমুখ। 

৩১ মার্চ  বিকেলে সিডনির লাকেম্বা হ্যালডন স্ট্রিট থেকে বর্ণবৈষম্যের বিরুদ্ধে ‘ওয়াক ফর রেসপেক্ট’ পদযাত্রা হবে।