জঙ্গি মোকাবেলায় বেলজিয়াম প্রবাসীদের সেমিনার

জঙ্গি, সন্ত্রাসবাদ ও ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় করণীয় নিয়ে সেমিনার করেছে ইউরোপ প্রবাসী বাংলাদেশিরা।

নাঈম হাসান পাভেল, পর্তুগালের সিনত্রা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2017, 11:11 AM
Updated : 24 March 2017, 11:11 AM

মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘ব্রাসেলস অ্যান্ড ঢাকা সলিডারিটি ফর পিস’ শিরোনামে এই সেমিনারের আয়োজন করে বেলজিয়াম আওয়ামী লীগ।

বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের উপস্থাপনায় সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লতিফ শহিদুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন পর্তুগালের সাবেক এমপি ও সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের পরিচালক পাওলো কাছাকা।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউরোপিয়ান বাংলাদেশ ফোরামের সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাউথ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের সহকারি প্রোগ্রামার নূরা বাবা লোবা, ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক হাসনাত মিয়া, প্রচার সম্পাদক খোকন শরীফ, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়াম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এম মোরশেদ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, নেদারল্যান্ডস আওয়ামী লীগ সভাপতি শাহাদত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ও স্পেন আওয়ামী লীগ নেতা রিজভি আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সহ সভাপতি মুহাম্মাদ হুমায়ুন মাকসুদ হিমু, নিরঞ্জন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সোহেল, সহ ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান ভুলু, সাংগঠনিক সম্পাদক রাফাত উল্লাহ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান, প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, অর্থ বিষয়ক সম্পাদক মনির হোসেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন খোকা, সাধারণ সম্পাদক আনার চৌধুরী, যুবলীগ সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক এ বি এম মোস্তাফিজ উল আলম ও প্রচার সম্পাদক মো. আরিফ উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!