স্বাধীনতা দিবস উদযাপনে নিউ ইয়র্কে নানা আয়োজন

স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রবাসী বাংলাদেশি সংগঠনগুলো।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2017, 05:06 AM
Updated : 23 March 2017, 06:36 AM

জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাধীনতা দিবসের দিন দুপুরে অনুষ্ঠিত হবে বিশিষ্টজনদের অভ্যর্থনা জ্ঞাপনের অনুষ্ঠান।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বিএনপি, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হবে।

নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটি, জাতীয়তাবাদী ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বেশ কয়েকটি সংগঠনের আলোচনা সভা, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নিউ ইয়র্ক সিটির বিভিন্ন স্থানে।

স্বাধীনতা দিবসের প্যারেড অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসে বিকেল ৫টায়।

‘বাংলাদেশ সোসাইটি’র অনুষ্ঠান হবে ব্রুকলিনে পিএস ১৭৯-এর মিলনায়তনে। মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠান হবে জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি সেন্টারে। জাতীয়তাবাদী ফোরামের অনুষ্ঠান হবে ২৬ মার্চ রোববার সন্ধ্যায় পালকি পার্টি সেন্টারে। বিএনপি’র অনুষ্ঠান হবে মেজবান পার্টি হলে।

২৬ মার্চ রোববার সকাল ১০টায় জ্যাকসন হাইটস সংলগ্ন অ্যালমহার্স্ট হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ঘোষণা করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন, বাংলাদেশ কন্স্যুলেট ও ‘কংগ্রেস অব বাংলাদেশি-আমেরিকান ইনক’-এর সম্মিলিত উদ্যোগে।

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণসহ মুক্তিযুদ্ধের গানের অনুষ্ঠান হবে ডাইভার্সিটি প্লাজায়। এ সময় সেখানে স্বাধীনতা দিবসের আলোকে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও হবে।

২০২১ সালে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বড় একটি কর্মসূচি সামনে রেখে গত দুই বছর ধরে মুক্তধারা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে এবারও এসব কর্মসূচিতে সর্বস্তরের প্রবাসীর পাশাপাশি মুক্তিযুদ্ধের মার্কিন বন্ধুদেরকেও সম্পৃক্ত করা হচ্ছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!