সুইজারল্যান্ড বিএনপির সম্মেলন এপ্রিলে

আগামী মাসের মাঝামাঝিতে সুইজারল্যান্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

নাঈম হাসান পাভেল, পর্তুগালের সিনত্রা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 12:38 PM
Updated : 22 March 2017, 01:06 PM

পহেলা বৈশাখের দুইদিন পর অর্থাৎ আগামী ১৬ এপ্রিল ওই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

স্থানীয় সময় বুধবার সম্মেলনের জন্য গঠিত কমিশনের কাছ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে স্থানীয় নেতা-কর্মীরা ফরম সংগ্রহ করেছেন।

সভাপতি পদে ফরম নিয়েছেন- সুইজারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান (জুরিখ), লিটন মিয়াজি (জুরিখ), কাওয়ার মিয়া (লুসান) ও আনোয়ার শেখ (জুরিখ)।

সাধারণ সম্পাদক পদে ফরম নিয়েছেন- মাহবুবুর রহমান (জেনেভা), কবির মোল্লা (জুরিখ), হুমায়ুন কবির (জুরিখ) ও মো. মাসুদ (জুরিখ)।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী জেনেভা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, "জেনেভা বিএনপি ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলোতে আমি সক্রিয়। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।"

আসন্ন সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার খোকন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক আবু সায়েম উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতা-কর্মীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!