স্বাধীনতা দিবস উপলক্ষে পর্তুগালে ব্যাডমিন্টন টুর্নামেন্ট

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পর্তুগালের ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ‘প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’।

নাঈম হাসান পাভেল, পর্তুগালের  সিনত্রা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2017, 03:40 AM
Updated : 22 March 2017, 03:40 AM

স্থানীয় সময় আগামী শনিবার পোর্তোর প্যাভিলিয়াও ব্যাডমিন্টন ভ্যেনুতে শুরু হবে টুর্নামেন্টটি। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে ফাইনাল খেলাসহ ওইদিনে টুর্নামেন্টটির সব খেলা অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেবে বলে জানায় আয়োজকরা। টুর্নামেন্টটি পরিচালনায় থাকবেন মাহিন, মাসুদ, রাহুল, শামীম ও ইমন।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পোর্তোর রুয়া দ্যা সা সড়কে নির্মিত পর্তুগালের দ্বিতীয় স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের শ্রদ্ধা জানাবেব ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র নেতারা।

‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র সভাপতি শাহ আলম কাজল জানান, আগামী ২৮ মার্চ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পোর্তোর ব্লাস্মাও রেস্টুরেন্টে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!