যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সভা

বঙ্গবন্ধু শেখ মুজিবের ৯৮তম জন্মদিন উপলক্ষে সভা করেছে ‘যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2017, 04:38 AM
Updated : 18 March 2017, 08:36 AM

স্থানীয় সময়  বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এ সভায় যোগ দেন বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।

দিপু মনি তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রামী জীবনের বিবরণ দিয়ে বলেন, “তিনি ছিলেন বিংশ শতাব্দির মহানায়ক। জাতির যত কৃতিত্ব, তা বঙ্গবন্ধু আর তার যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার। বঙ্গবন্ধুর শক্তি ছিলো মানুষের ভালবাসা। আর তার দুর্বলতা ছিলো মানুষের প্রতি অতি ভালবাসা। বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের অন্যতম-অসাধারণ ত্যাগী আর সাহসী নেতা। তার সাহসকে ধারণ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”

এ সময় ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মধ্য দিয়ে জন্মদিনের কেক কাটেন দীপু মনিসহ সংগঠনটির নেতারা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!