কাতারে বঙ্গবন্ধুর জন্মদিনে দূতাবাসে আলোচনা

কাতারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ দূতাবাস কাতার।

মামুন সন্দ্বীপ, কাতার থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2017, 04:27 PM
Updated : 17 March 2017, 04:27 PM

শুক্রবার স্থানীয় সময় বিকালে কাতারের রাজধানী দোহার আল হেলালে বাংলাদেশ দূতাবাসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও প্রথম সচিব নাজমুল হকের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বাণী পাঠ করেন শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানসহ অন্যান্যরা।

রাষ্ট্রদূত আসুদ আহমেদ তার বক্তৃতায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাতার প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে আহ্বান জানান।