সিডনিতে বৈশাখী মেলা ৮ এপ্রিল

বাংলা নববর্ষ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’ বৈশাখী মেলা আয়োজন করতে যাচ্ছে।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2017, 12:15 PM
Updated : 17 March 2017, 12:30 PM

৮ এপ্রিল সিডনির পশ্চিমাঞ্চলের শহরতলি টেম্পির হলবিচ অ্যাভিনিউয়ের বিনোদনকেন্দ্র টেম্পি রিক্রিয়েশন রিজার্ভে এ মেলা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু পরিষদ সিডনি অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ও মেলা কমিটির আহ্বায়ক গাউসুল আজম শাহাজাদা বলেন, “এবারের বৈশাখী মেলা প্রাঙ্গণের চারদিক ঘিরে থাকবে বাঙালি খাবারসহ নানা ধরনের স্টল।

"এই মেলায় সংযোজন করা হবে নতুন কিছু বিষয়ও। সিডনির টেম্পি রিজার্ভ পরিণত হবে বাঙালির মিলন মেলায়। টেম্পি বৈশাখী মেলায় কোন প্রবেশ ফি ও পার্কিং টিকেট নেই।”

তিনি জানান, মেলা চলবে স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। বিস্তারিত তথ্য ও স্টল বরাদ্দ পেতে +০৪২২ ৮৪৬ ২৭৭ এই নম্বরে যোগাযোগ করার কথা বলেছেন আয়োজকরা।

সিডনিতে ‘বঙ্গবন্ধু পরিষদ’ ১৫ বছর ধরে এ বৈশাখী মেলা আয়োজন করে আসছে। টেম্পি রিজার্ভের এই ভেনুতে এটি তাদের ১১তম আয়োজন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!