সিঙ্গাপুরে যৌতুক প্রতিরোধে মতবিনিময় সভা 

সিঙ্গাপুরে ‘যৌতুক প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ, সিঙ্গাপুর শাখা’র উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাহাঙ্গীর বাবু, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2017, 05:54 AM
Updated : 17 March 2017, 12:32 PM

স্থানীয় সময় সোমবার রাত ৮টায় ৫৩ এ রয়েল রোডের বাংলাদেশ সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর শাখার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু।

প্রধান অতিথি বেল্লাল হোসাইন ফতেহপুরী তার বক্তব্যে ২০০৩ সালে যাত্রা শুরু করা সংগঠনের নানাবিধ সাফল্য ও কর্ম পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, দেশের বাইরে মালয়েশিয়াতেও গত বছর গঠিত হয়েছে প্রতিষ্ঠানটির কমিটি। আগামীতে সৌদি আরবেও কমিটি গঠনের আশা প্রকাশ করেন তিনি।

সভায় সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেন, “যৌতুক একটি সামাজিক ব্যাধি,তাই যৌতুক দিয়ে বিয়ে নয়।” ইভ টিজিং,নারী নির্যাতন রোধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর শাখার প্রধান উপদেষ্টা এ কে এম মোহসিন, প্রচার সম্পাদক অসিত কুমার বাড়ৈ বাঙ্গালী এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!