নিউ ইয়র্কে ‘সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি’র মানববন্ধন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশে জেগে উঠা ঠ্যাঙ্গার চরে সন্দ্বীপের উদ্বাস্তুদের পুনর্বাসনসহ সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 05:29 AM
Updated : 17 March 2017, 12:34 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে ‘সন্দ্বীপ সীমানা রক্ষা আন্দোলন কমিটি’র  ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সন্দ্বীপের সকল সামাজিক সংগঠন।

মানববন্ধনে নদী ভাঙনে গৃহহারা প্রায় দুই লাখ মানুষকে সন্দ্বীপের পশ্চিমে জেগে উঠা ঠ্যাঙ্গার চর, জাহাইজ্জার চর ও জাইল্যার চরে পুনর্বাসনের জন্যে সরকারের কাছে দাবি জানানো হয়। একইসাথে অবিলম্বে সন্দ্বীপ সংলগ্ন চট্টগ্রাম জেলা ও নোয়াখালী জেলার সীমানা নির্ধারণের জোর দাবি করা হয়।

মানববন্ধন থেকে জানানো হয়, শীঘ্রই নিউ ইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হবে।

মানববন্ধনে অংশ নেন ‘সন্দ্বীপ অ্যাসোসিয়েশন’-এর  সভাপতি মুক্তিযোদ্ধা মুজিবুল মাওলা, সাধারণ সম্পাদক আবুল হাসান মহিউদ্দিন, ‘সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র সভাপতি মাফুজুল মাওলা নান্নু, সাধারণ সম্পাদক আবদুল হান্নান পান্না, ‘সন্দ্বীপ এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি’র সভাপতি এস এম ফেরদৌস, সাধারণ সম্পাদক ইকবাল হায়দার, ‘বাউরিয়া জনকল্যাণ সমিতি’র সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক আকবর হোসাইন, ‘হারামিয়া ইউনিয়ন জনকল্যাণ তহবিল সংস্থা’র সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সাধারণ সম্পাদক মিলাদ বারি, ‘গাছুয়া প্রবাসী দান তহবিল সংস্থা’র সভাপতি ইদ্রিস আলম ও সাধারণ সম্পাদক ওয়ালিদুল ইসলাম।

এছাড়া আরও অংশ নেন ‘মুছাপুর সামাজিক সাংস্কৃতিক কল্যাণ সমিতি’র সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, ‘মগধরা জনকল্যাণ সমিতি’র সভাপতি বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমির হোসাইন, ‘সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি’র সভাপতি জাফরউল্যাহ, সাধারণ সম্পাদক ইসমত পাশা খোকন, ‘রহমতপুর জন কল্যাণ সমিতি’র সভাপতি হানিফ মোহাম্মদ আকবর,  সাধারণ সম্পাদক পাশা মাওলা, ‘কালাপানিয়া সমাজ কল্যাণ সমিতি’র সভাপতি মোহাম্মদ নোয়াব,  সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, ‘সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ’-এর সভাপতি একেএম সাইফুল ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম। 

আয়োজক কমিটির সদস্যদের মধ্যে ছিলেন এমলাক হোসেন ফয়সাল, মোহাম্মদ হামিদ, ফিরোজ আহমেদ, আজিম উদ্দিন অভি, সালাউদ্দিন বিপ্লব, আশ্রাব উদ্দিন, সোহেল মাহমুদ, হুমায়ুন কবির, কামাল উদ্দিন, আবুল হাসেম, সিরাজুল মাওলা, আব্দুল কাদের, মোহাম্মদ হেলাল উদ্দিন, রেফায়েত উল্যাহ চৌধুরী, নুরুছ ছাপা, মহিদুল মাওলা সুজন, মোস্তফা কামাল পাশা বাবুল, আব্দুল ওয়াদুদ, আবুল হাসেম শাহাদাত, মোহাম্মদ মুনিরুল, জামশেদ চৌধুরী, অধ্যাপক কাজী ইসমাইল, আব্দুল বাতেন,  মামনুনুল হক মামুন, আমিন রসুল, অধ্যাপক দেলোয়ার হোসেন, চন্দন দত্ত, দিদারুল আলম সাহাব, হেলাল উদ্দিন ও মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!