দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের বসন্ত উৎসব

দুবাইয়ে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব।

লুৎফুর রহমান, দুবাই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2017, 05:53 AM
Updated : 11 March 2017, 05:53 AM

স্থানীয় সময় শুক্রবার দুবাইয়ের ক্রিক পার্কে নানা আয়োজনের মধ্য দিয়ে বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ উৎসব।

আয়োজনে নানা প্রতিযোগিতার মধ্যে পুরুষের জন্য প্রেমপত্র লেখা এবং নারীদের ‘ফ্যাশন শো’র আয়োজন ছিল অন্যতম।

এ সময় দুবাই প্রবাসী লুৎফুর রহমান রচিত একাত্তরের গণহত্যা নিয়ে লাল সবুজের ছড়ার মোড়ক উন্মোচন করেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।

অনুষ্ঠানের আয়োজক নওশের আলী জানান, “প্রবাসেও বাংলাদেশকে খুঁজে পেতে এই আয়োজন। বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় করাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।”

আয়োজনে উপস্থিত ছিলেন লেবার সচিব মিজানুর রহমান, কমিউনিটি নেতা ক্যাপ্টেন আবু আহাদ, অধ্যাপক আব্দুস সবুর, জাহাঙ্গীর আলম রুপুসহ আরও অনেকে।

রাতের বাঙালি খাবারের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।