সিডনির পাঞ্চবল পার্কে স্বাধীনতা দিবসে মেলা

স্বাধীনতা দিবসে অস্ট্রেলিয়ার সিডনিতে এক বর্ণাঢ্য মেলা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস ও কালচারাল অ্যাসোসিয়েশন।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 11:41 AM
Updated : 8 March 2017, 11:41 AM

সিডনির পাঞ্চবল পার্কে ২৬ মার্চ সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত আয়োজিত এ মেলাটি অনুষ্ঠিত হবে সাবেক ওয়াটসন ফেডারেল এমপি প্রার্থী শাহে জামান টিটুর সহযোগিতায়।   

আয়োজকরা জানিয়েছেন, মুন্নী সাহার উপস্থাপনায় ওই মেলা ও অনুষ্ঠানটি  হবে যাতে ঢাকা থেকে আসা জনপ্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নী ও আঁখি আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে।

এতে বর্ণাঢ্য 'ফায়ার ওয়ার্কস'-এরও আয়োজন করা হয়েছে। এছাড়া বাচ্চাদের বিনামূল্যে 'কিডস শো' ব্যাগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

৪৬ তম স্বাধীনতা দিবস পালনের পাশাপাশি বিডি গোল্ডকাপের ২১বছর পূর্তিও হবে দিনটির অন্যতম আকর্ষণ।

গোল্ড কাপ ফাইনালের পরপরই মেলার মূল আয়োজন শুরু হবে। এছাড়া ফাইনাল খেলা উপলক্ষে মেলায় আগত অতিথিদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।

মেলার আয়োজক শাহে জামান টিটু ও মেলার প্রধান উদ্যোক্তা অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস ও কালচারাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই মেলাকে সার্বিকভাবে সফল করার আহ্বান  জানিয়েছেন।