ভিয়েনায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

এম নজরুল ইসলাম, অস্ট্রিয়ার ভিয়েনা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 04:15 AM
Updated : 8 March 2017, 04:15 AM

স্থানীয় সময় মঙ্গলবার ভিয়েনার সিটি গেইট হলে এ আলোচনা  সভার আয়োজন করে ‘অস্ট্রিয়া আওয়ামী লীগ’।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।  

অনুষ্ঠানে বক্তব্য দেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, রুহী দাস সাহা,  সিরাজ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইয়াসিম মিয়া বাবু, আতিক মণ্ডল, সেলিম মণ্ডল ও শওকত হোসেন।

অনুষ্ঠানে এম নজরুল ইসলাম বলেন, “বঙ্গবন্ধুর ভাষণটি ছিল একটি সাহসী জাতির প্রত্যয়ী  উচ্চারণ। তাঁর প্রতিটি কথা বাঙালিদের আন্দোলিত করেছিল, উদ্বেলিত করেছিল, উজ্জীবিত করেছিল। পৌঁছে দিয়েছিল প্রত্যয়ের একটি চূড়ায়।”

খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, “৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসর্কোস ময়দানে স্বাধীনতার ঘোষণা করেন। ওইদিন বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছিল।”

সাইফুল ইসলাম কবির বলেন, “বাংলাদেশের স্বাধীনতার বীজ অঙ্কুরিত হয়েছিল বঙ্গবন্ধুর ওই কালজয়ী ভাষণে।”