ফ্রান্সে পাকিস্তানি দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ

পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদের লেখা ‘ক্রিয়েশনস অফ বাংলাদেশ : মিথস এক্সপ্লোডেড’ বইয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন ও পাকিস্তান পার্লামেন্টে  বাংলাদেশের মানবতাবিরোধী যুদ্ধাপরাধে দণ্ডিতদের পক্ষে শোক প্রস্তাবের প্রতিবাদে  ফ্রান্সে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

দেবেশ বড়ুয়া, ফ্রান্সের প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2017, 03:14 AM
Updated : 7 March 2017, 05:36 AM

স্থানীয় সময় সোমবার বিকাল ৪টায় প্যারিসের পাকিস্তান দূতাবাসের সামনে  এই মানববন্ধনের আয়োজন করে ‘আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ নামে প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন।

সমাবেশ পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রানা চৌধুরী। মানববন্ধনে ‘ফ্রান্স আওয়ামী লীগ’, ‘ঘাতক দালাল নির্মুল কমিটি’, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’সহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করে।

এ সময়  বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সভাপতি বেনজির আহমদ সেলিম, নাজিম উদ্দিন আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের  সভাপতি এম এ কাশেম, উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক রিপন বড়ুয়া, ফ্রান্স আওয়ামী লীগের সদস্য মো.রেজাউল করিম রনি, হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ ইউরোপের সভাপতি উদয়ন বড়ুয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফ্রান্সের সভাপতি স্বদেশ বড়ুয়া, ঘাতক দালাল নির্মুল কমিটি ফ্রান্সের সভাপতি জামাল উদ্দিন, রজত রায়, সুব্রত ভট্টাচার্জ শুভ, রানা চৌধুরী, তাপস বড়ুয়া রিপন, মিজান চৌধুরীসহ  আরও অনেকে ।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!