খন্দকার মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তে মালয়েশিয়ায় মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম পরিকল্পনাকারী খন্দকার মোশতাকের স্থাবর, অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত ও নিলামে তোলার দাবিতে মানববন্ধন করেছে ‘দাউদকান্দি-মেঘনা ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া’।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2017, 10:39 AM
Updated : 4 March 2017, 10:39 AM

শুক্রবার রাজধানী কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সামনে এ দাবিতে মানববন্ধন করেন প্রবাসী সংগঠনটির সদস্যরা।

মানববন্ধন থেকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়িটি অপসারণের দাবি জানানো হয়।

তারা বলেন, খুনি মোশতাকের অপকর্মের দায় দাউদকান্দির সাধারণ মানুষ নেবে না। আর এর থেকে দায়মু্ক্তি পেতে হলে খুনি মোশতাকের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সভাপতি জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, আনোয়ার হোসেন, রেজাউল করিম, সালাহউদ্দিন, নিজাম, ইকবাল, কামরুল হাসান ও বাংলাদেশি কমিউনিটির নেতা-কর্মীরা।

টেলিফোনে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন মেঘনা-দাউদকান্দির উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!