পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের 'অনুবাদ সেবা' বন্ধ ঘোষণা

চলতি মার্চ মাসের ১৭ তারিখ থেকে সব ধরনের অনুবাদ সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস।

নাঈম হাসান পাভেল, পর্তুগালের লিসবন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2017, 10:04 AM
Updated : 3 March 2017, 10:05 AM

মঙ্গলবার লিসবনে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ স্বাক্ষরিত এক ‘জরুরী বিজ্ঞপ্তি’ দিয়ে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইনগত জটিলতার কারণে অত্র দূতাবাস কর্তৃক এই অনুবাদ সেবা প্রদান করা সম্ভব হবে না।’

তবে কবে নাগাদ আবার অনুবাদ সেবা কার্যক্রম চালু হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোন তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করেনি দূতাবাস কর্তৃপক্ষ।

'অনুবাদ সেবা' কার্যক্রম বন্ধ হওয়ার বিজ্ঞপ্তি দূতাবাসের ফেইসবুক পাতায় দেখতে পেয়ে পর্তুগালে বসবাসরত অনেক বাংলাদেশি হতাশার কথা জানান।

এ নিয়ে ভবিষ্যতে অভিবাসীদের ভিন্ন ভিন্ন অনুবাদ প্রত্যয়নের জন্য বিপাকে পড়তে হবে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!