মালয়েশিয়ায় ইমিগ্রেশন পরিদর্শনে লেবার কাউন্সিলর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ বিদেশি অবৈধ শ্রমিকদের বৈধকরণে চলমান ই-কার্ড প্রকল্প পুত্রজায়ায় সরেজমিনে পরিদর্শন করেছেন কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম।

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2017, 12:00 PM
Updated : 2 March 2017, 12:01 PM

গত মঙ্গলবার সকালে ই-কার্ড বিষয়ে পুত্রজায়ায় মালয়েশিয়া ইমিগ্রেশনের এক সভা অনুষ্ঠিত হয় যাতে বাংলাদেশসহ অন্যান্য মালয়েশিয়ায় শ্রমিক সরবরাহকারী অন্যান্য দেশগুলোর দূতাবাসের প্রতিনিধি দল অংশ নেয়।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক হাজী মুস্তাফার আলী এতে সভাপতিত্ব করেন।

সভা শেষে পুত্রজায়া ইমিগ্রেশন হেড কোয়ার্টারে ই-কার্ড বিতরণ পরিদর্শন করেন শ্রম কাউন্সিলর সায়েদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ হাই-কমিশনের প্রতিনিধি দল।

তিনি নিজ হাতে ৩৯ জন বাংলাদেশির কাছে ই-কার্ড বিতরণ করেন।

বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধি দলে আরও ছিলেন, দ্বিতীয় সচিব (রাজনৈতিক) বেগম তাহমিনা ইয়াসমিন ও দ্বিতীয় সচিব (শ্রম) ফরিদ আহমেদ।

এসময় মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক হাজী মুস্তাফার আলী বাংলাদেশ প্রতিনিধি দলকে জানান, অবৈধ শ্রমিক বৈধ হওয়ার জন্যে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করা বিদেশি শ্রমিকের ৬১ ভাগ বাংলাদেশি। বাকি ৩৯ ভাগ অন্যান্য ১৪ টি দেশের শ্রমিক।

বৈধ হওয়ার কর্মসূচিতে বাংলাদেশিরা ইতিবাচক বলে মন্তব্য করেন মুস্তাফার আলী।

এদিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাথে আলোচনায় বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিলর সায়েদুল ইসলাম মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি যাদের বৈধ কাগজ-পত্র নেই তাদের দ্রুত নিজ নিজ মালিকের মাধ্যমে যে কোনো ইমিগ্রেশনে গিয়ে ই-কার্ড নেওয়ার আহ্বান জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!