যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের কমিটিতে বাংলাদেশি বংশোদ্ভূত চন্দন

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে জাতীয় কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগঠক প্রবাসী শেখ রহমান চন্দন। তিনিই প্রথম বংলাদেশি বংশোদ্ভূত যিনি ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটিতে নির্বাচিত হয়েছেন।

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2017, 09:55 AM
Updated : 3 March 2017, 11:09 AM

গত শনিবার আটলান্টায় এ  সম্মেলনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ওবামা প্রশাসনের শ্রমমন্ত্রী টম পেরেজ। গঠনতন্ত্র মোতাবেক নিজ ক্ষমতাবলে কংগ্রেসম্যান কেইথ এলিসনকে যুগ্ম চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন নবনির্বাচিত পেরেজ।

অন্যদিকে ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন আটলান্টা প্রবাসী বাংলাদেশি শেখ রহমান চন্দন।

শেখ রহমান জাতীয় কমিটির নবাগত কার্যকরী সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের সকল দেশপ্রেমিক নাগরিকের স্বার্থ রক্ষায় দলের আদর্শ ও নীতিমালাকে অনুসরণ করে নিজেকে নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে আত্মনিয়োগ করবেন বলে ঘোষণা দিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!