পর্তুগালে 'সেভ বাংলাদেশ'র মাতৃভাষা দিবসের আলোচনা অনুষ্ঠিত

পর্তুগালের সামাজিক সংগঠন 'সেভ বাংলাদেশ' পর্তুগালের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নাঈম হাসান পাভেল, পর্তুগালের সিনত্রা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 12:02 PM
Updated : 3 March 2017, 11:15 AM

স্থানীয় সময় রোববার পর্তুগালের রাজধানী লিসবনের স্থানীয় ফুড গার্ডেন রেস্তোরাঁর হল রুমে লিসবন বাংলা স্কুলের ক্ষুদে শিক্ষার্থী নাবিল আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সংগঠনটির আহ্বায়ক মো. সুলেমান মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রবাসে মাতৃভাষা দিবসের আয়োজন ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক তাহের আহমদ, আরিফুর রহমান, শামসুল ইসলাম, পর্তুগাল বিএনপির যুগ্ম-সম্পাদক ইউসুফ তালুকদার, বাংলাপিটি সম্পাদক মাহবুব সুয়েদ, সেভ বাংলাদেশের প্রচার সম্পাদক মোশাররাফ হোসেন, বিএনপি নেতা মুকিত চৌধুরী সেলিম, শেখ খালেদ আহমদ মিনহাজ, সেভ বাংলাদেশ নেতা নুরে আলম সিদ্দীকি, রুবেল আহমদ, জাভেদ সরকার, আব্দুস সালাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, রক্তের বিনিময়ে যেই মায়ের ভাষা বাঙালিরা অর্জন করেছিলো তা আজ হিন্দির আগ্রাসনে বিপর্যস্থ।

এ থেকে বেরিয়ে আসতে দেশ-বিদেশে সকল বাংলা ভাষাভাষীদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনটির যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ, কামাল হোসেইন, হেলাল উদ্দীন, তানভীর গাজী, আবু তাহের সুমন, আসাদ উল্লাহ, ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মারতিম মনিজ জামে মসজিদ এর প্রধান ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম মোল্লাহ শহীদদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

গত ১৯ শে ফেব্রুয়ারি সংগঠনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পর্তুগালের বিশ্ববিদ্যালয় নগরী নামে খ্যাত কোয়েমব্রায় সর্বস্তরের বাংলাদেশিদের অংশগ্রহণে শিক্ষা সফরের আয়োজন করেছিল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!