পর্তুগালে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের একুশের আলোচনা

পর্তুগালে শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলচনা সভা করেছে ‘বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’।

নাঈম হাসান পাভেল, পর্তুগাল থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2017, 06:15 AM
Updated : 27 Feb 2017, 06:15 AM

স্থানীয় সময় রোববার রাতে লিসবনের মার্তৃম মনিজের রাঁধুনি রেস্তোরাঁয় সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

‘বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’-এর সাধারণ সম্পাদক মহিন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান মাসুদ, সহ-সভাপতি শহীদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক আল মাসুদ সুমন, সহ-প্রচার সম্পাদক ওমর ফারুক লিটন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আইয়ুব আলী খান ও তবারক হোসেন তপু।

এর আগে একুশের প্রথম প্রহরে লিসবনের ক্যাম্প মার্তিরেস দা পাট্রিয়া পার্কে স্থায়ী শহীদ মিনারে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতারা।

সভার সকলের সম্মতিতে বৃহত্তর নোয়াখালীকে বিভাগ ঘোষণা করার জন্য বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বরাবর স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!