পর্তুগালে প্রবাসীদের মাতৃভাষা দিবস পালন

সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরা।

মোহাম্মদ  নুরুল্লাহ, পর্তুগালের লিসবন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2017, 09:41 AM
Updated : 24 Feb 2017, 10:47 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার পর্তু শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন পর্তুগাল নর্থ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। মূলত এ সংগঠনটি পর্তু, ব্রাগা, কোয়ম্বরা, লেইরাসহ বেশকিছু শহরের প্রবাসীদের নিয়ে গঠিত।

এতে ‘ মাতৃভাষা আদায় ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, স্থায়ী শহীদ মিনারে প্রভাতফেরি, আলোচনা সভা ও একুশের নাটক মঞ্চস্থ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগালে  নবনিযুক্ত রাষ্ট্রদূত রুহুল আমিন সিদ্দিক।

তিনি বলেন, “মহান একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় তরুণদেরই সচেষ্ট থাকতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, সহ  সভাপতি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে রাকিব, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মিথুন ও শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মুজিবুর মোল্লা, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম সিকদার, আয়োজক সংগঠনের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক  আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ  শরিফুজ্জামান খোকন, ইদ্রিস মাতব্বর, আব্দুল হক, মনিরুজ্জামান ও রাকিব হোসেন।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!