সুইজারল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের একুশে উদযাপন 

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরা। 

নাঈম হাসান পাভেল, সুইজারল্যান্ড থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2017, 05:50 AM
Updated : 23 Feb 2017, 05:50 AM

স্থানীয় সময় মঙ্গলবার ‘একুশ উদযাপন পরিষদ, সুইজারল্যান্ড’ ও ‘ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশন’- এর উদ্যোগে ইউনাইটেড নেশন কার্যালয়ে জেনেভা’র ব্রোকেন চেয়ার স্কয়ারে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 
এ সময় ভাষা সৈনিকদের স্মরণে ফুল দেন জেনেভা বাংলাদেশ স্থায়ী মিশন প্রতিনিধি জনাব ওয়াদুদ, ইবিপিএ সুইজারল্যান্ডের সাধারণ সম্পাদক হোসেন শাহাদাত, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইবিপিএ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল হক ফরহাদ, সুইস বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মহসিন, চট্রগ্রাম সমিতি জেনেভার সভাপতি তাজুল ইসলাম শামীম, জিয়া পরিষদ সুইজারল্যান্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাপ্পী, জেনেভা আওয়ামী লীগের আনোয়ারুল ইসলাম, জেনেভা বিএনপির সভাপতি মোল্লা নজরুল, ইউসুফ ফরায়েজিসহ আরও অনেকে।

এছাড়া ‘ওয়ার্ল্ড বড়ুয়া অর্গানাইজেশন, জেনেভা’র বাংলা পাঠশালার শিক্ষার্থী ও অভিভাবকরাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একুশে উদযাপনে অংশ নেয়।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটি সুইজারল্যান্ডের সভাপতি রতন বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান একুশে উদযাপনে অংশ নেওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে সুইজারল্যান্ড প্রবাসী সকল বাংলাদেশিদের ধন্যবান জানান।