দ. কোরিয়ায় অমর একুশে উদযাপন

দক্ষিণ কোরিয়ায় চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে 'অমর একুশে' ও 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' পালিত হয়েছে।

শাহেদ কায়েস, দক্ষিণ কোরিয়ার গোয়াংজু থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2017, 04:00 PM
Updated : 24 Feb 2017, 07:14 AM

স্থানীয় সময় মঙ্গলবার গোয়াংজু শহরের চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীরা দিবসটি পালন করে।

দিবসটি উপলক্ষে স্থানীয় শহীদ মিনারে ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গেয়ে শ্রদ্ধা জানানো হয়।

চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটি ছাড়াও চোশান ইউনিভার্সিটি এবং 'গোয়াংজু ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট)'-এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও ভাষা-শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিজন সরকার, সৌমিত্র কুমার কুণ্ডু, মুশফিকুর রহমান এবং শাহেদ কায়েস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!