অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উন্মোচন

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, অস্ট্রেলিয়ার সিডনি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2017, 12:33 PM
Updated : 20 Feb 2017, 12:33 PM

স্থানীয় সময় সোমবার ওই বিশ্ববিদ্যালয়ের আইন আনুষদের সামনে এই প্রতিকৃতি উম্মোচন করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বার্নেয় গ্লোভার ও বাংলাদেশের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিং চুন্নু ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওসেন গভর্নেসের পরিচালক দাউদ হাসানের উদ্যোগে বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি স্থাপন করা হয়।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার কাজী ইমতিয়াজ হোসেন, অস্ট্রেলিয়া সরকারের কর্মকর্তা ও বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাইরে প্রথমবারের মতো কোনও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হলো বলে বাংলাদেশি কমিউনিটি নেতারা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash.bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!