লন্ডনে গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা

সাংবাদিক-কলামনিস্ট আব্দুল গাফফার চৌধুরীকে আজীবন সম্মাননা দিয়েছে লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।

সৈয়দ নাহাস পাশা যুক্তরাজ‌্য প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 01:11 PM
Updated : 19 Feb 2017, 01:11 PM

স্থানীয় সময় শনিবার সেন্ট্রাল লন্ডনের কেনসিংটন টাউন হলে ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্য সরকারের শিক্ষা কারিকুলাম-২০১৬ এর জিসিএসই পরীক্ষায় উত্তীর্ণ ৮৮ জন ব্রিটিশ-বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে ‘আউটস্ট্যান্ডিং এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেয় বাংলাদেশ হাই কমিশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপু মনি, ব্রিটিশ হাউজ অব কমন্সের সদস্য পল স্কালি, স্টিফেন টিমস, হাউজ অব লর্ডসের সদস্য লর্ড শেখ, ব্যারোনেস ভার্মা ও ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য মিজ জিন ল্যামবাট।
বাংলাদেশের হাই কমিশনার মো. নাজমুল কাওনাইন বলেন, “ব্রিটিশ-বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অসাধারণ কৃতিত্ব বাংলাদেশ কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে।  আজকের এই সম্মাননা স্মারক ভবিষ্যতে তাদের মানসিক বিকাশে সহায়ক হবে।”
আজীবন সম্মাননাপ্রাপ্ত আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক ও সাংবাদিক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এর রচয়িতা।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!