বইমেলায় সিঙ্গাপুর প্রবাসীদের কবিতা সংকলন 'পরবাসীকথা'

বাংলা একাডেমি আয়োজিত 'অমর একুশে গ্রন্থমেলা'য় সিঙ্গাপুর প্রবাসী কবিদের কবিতা সংকলন 'পরবাসীকথা' পাওয়া যাচ্ছে।

মনির আহমদ, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 10:39 AM
Updated : 17 Feb 2017, 11:53 AM
'পরবাসীকথা'য় রয়েছে সিঙ্গাপুর প্রবাসী ১৮জন বাঙালি কবির ২৫টি বাংলা কবিতা ও ইংরেজি অনুবাদ। মেলার ৩৩২ নম্বর স্টলে, বাবুই প্রকাশনীতে সংকলনটি পাওয়া যাচ্ছে।

কবিতা সংকলনটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ, মুখবন্ধ লিখেছেন সিঙ্গাপুরের খ্যাতিমান কবি এলভিন প্যাং।

জাকির হোসেন খোকন ও মনির আহমদ সম্পাদিত বইটির সবগুলো কবিতা ইংরেজি অনুবাদ করেছেন কবি দেবব্রত বসু।

গত বছরের ১১ ডিসেম্বর সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারিতে 'পরবাসী কথা'র মোড়ক উন্মোচন হয়। এরপরে বেশকিছু বুকশপে হয় 'পরবাসীকথা' থেকে আবৃত্তি ও আলোচনার আয়োজন করা হয়।

একুশে বইমেলা ছাড়াও বইটি পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের বুকশপ বুকটিক, বুক একচুয়াল্লি ও আর্টিস্টিতে।

এছাড়া ঢাকার কাটাবনে অবস্থিত কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্সে বাবুই প্রকাশনীর বই বিতানেও এটি পাওয়া যাচ্ছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!