ভাটি অঞ্চলের জনপ্রিয় রাজনীতিক সুরঞ্জিত: পিডিআই

সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শোকবার্তা দিয়েছে কানাডা প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)।

অখিল সাহা, কানাডার টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2017, 06:27 AM
Updated : 15 Feb 2017, 06:27 AM

মঙ্গলবার সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎরঞ্জন দে এবং সমন্বয়ক মঞ্জুরে খোদা সাক্ষরিত এক বিবৃতিতে সুরঞ্জিতের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের প্রতি আলোকপাত করা হয়।  

শোকবার্তায় বলা হয়, সিলেট-সুনামগঞ্জের ভাটি অঞ্চলের জনপ্রিয় রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্ত। তার সাংসদীয় দক্ষতা এবং বাংলাদেশের সংবিধান প্রণয়নে তার ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বার্তায় আরও বলা হয়, দেশে যখন সরকার ও প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা পশ্চাৎপদ ও সাম্প্রদায়িক শক্তির এজেন্টরা সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলেছে, এই সময়ে তার মতো সাহসী বক্তা ও সাংসদের মৃত্যু অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ, আড্ডা, আনন্দ বেদনার গল্প, ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!